গ্রামের মানুষ অনেক দুষ্ট বয়সটা নিয়ে করে টানাটানি,
করলো না বিয়ে চলে কানাঘুষা পেকে গেছে জানি।
ছেলে পড়াশোনা করছে বলেই ভাতিজারা করে বিয়ে
এই নিয়ে চাচা লজ্জার মুখে শোনে কথা মন দিয়ে।
মেয়ে তার নেবে উচ্চ শিক্ষা বাবা দেয় নাতো বিয়ে
এই নিয়ে চলে কানাঘুষা ঘরে শুধু আছে এই নিয়ে।
ছেলে সারাদিন কার সাথে যেন মোবাইল কানে রাখে,
এই নিয়ে যেন চুপিচুপি দেখে প্রেমের গল্প আঁকে।
মেয়ে কথা বলে মোবাইল ফোনে খারাপ পথেই ঝুঁকে
এই কথা যেন বাতাসে ছড়িয়ে এই শুনি লোকে মুখে।
কে বলেছে তারে সরল সহজ কে বলেছে তারে সুষ্ঠ,
জায়গা জামিতে ঠুলাঠুলি যেন পড়ায় পাড়ায় দুষ্ট।
সরলতা যদি কেউ বুঝে যায় বানায় ব্যাঙ্গ মূর্তি,
এই নিয়ে যেন মহাখুশি থাকে মনের ভেতর ফুর্তি।
আগের দিনের সরল সহজ নেই কেউ আর বাক্,
গোষ্ঠীর লাঠি মেলায় সংঘ দুষ্টের মৌচাক।