দুষ্টের সেই তুষ্ট কাহিনী বলতে ইচ্ছা নাই
তবু যেনো আজ মুখ ফুটে উঠে যখন তখন...
কিছু কিছু নাম শুনলে উঠেছি থমকে গিয়েছে মন
বুকের ভেতর হয়ে ধরপর হয়েছে জখম।
হারুন নামটি মুখের নিকট কেউ যদি নেয় ভুলে
মনে হয় আমি আছড়ে পরেছি দূরের আকাশ তলে,
রিয়াদ নামটি শুনলে আমার ত্যক্ত লেগেছে গা
মনেহয় আমি নরকের কাছে ডুবছি নদীর জলে।
মুন্নির মায়ে কুটনি বুড়ির সেজেছে সুরত কার্য
রশ্মি পাকায় আবু লাহাবের স্ত্রীর সমতুল্য....
দলে দলে তার দিয়েছে সাবাস ভণ্ড পীরের দল
আমাদের সব হয়েছে নাকাল তাদের সবই মূল্য।
নাটক মঞ্চ তৈরি করেছে সমাজের সাধুবাদ
তারপর আজ হলো সংযোগ নতুন আত্মীয়,
মজলুমে আজ ঢেকে গেছে পিঠ দেয়াল হেলান দিয়ে
এক কাতারেই হয়েছে শামিল সকলেই হলো প্রিয়।