তোমার মনের ছাদে অথবা টিনের চালে
নিত্য কাক ডেকে ছিল সকাল পেরিয়ে সন্ধ্যা,
এক অচেনা অরুচি একটা বিরক্ত কাক
ফিরেও দেখোনি তারে সহসা তোমার পন্থা।
এভাবে বিরক্ত ছিলো, কাকের শব্দের জ্বালা
কানে হাত দিয়ে দিয়ে, গেছ যখন তখন,
ঢিলা চাক মেরে ছিলে, ধুরো ধুরো তাড়া দিলে
বুঝতে পারোনি তুমি কাক যে কত আপন।
সকাল সন্ধ্যা তোমায় ত্যাক্ত করতে করতে
তবু ঠাঁই হয় নাই মনের দুয়ারে তার,
একদিন ঠিকি ছেড়ে- গেছে ত্যক্ত কাক ডাকা
হারিয়ে গিয়েছি দূরে বিরক্ত করেনা আর।
কখনো বিষণ্ণ জ্বালা থেকে মুক্তি পেয়েছিল
উপদ্রব মুক্তি হলো তোমার টিনের চালে,
কাকটা আমি ছিলাম কভু বুঝতে পারোনি
তোমার টিনের চালে! কেউ বিরক্ত কী করে ?
এখন কি কাক আসে? তবে সেটা কোন কাক?