সবুজ শ্যামলে পথ ধরে গেছে চলে
ঘাসের শরীরে এই হেঁটে যাই চলে
হেঁটে হেঁটে তার কত কিছু দেখি
মনেতে করায় পেশ
মনে হয় যেন ছবির মতন আমার বাংলাদেশ।
আকাশটা দেখি ঝুঁকে আছে মাথা নুয়ে
নেমেছে সুনীল মাঠে তার ধুলি ছুঁয়ে
মনে হয় কেউ সাজিয়ে দিয়েছ হাতে
সেই কারিগর বরাদ্দ দেয় খাতে
দেখতে দেখতে কেটে যায় সেই রেশ,
এই যে আমার ঘন পল্লবী মধুময় পরিবেশ।
চোখ সীমানায় মেপে যায় প্রণয়িনী,
ঋতুর চক্রে ছবি দেখে তাও কিনি
শীতের সকালে শিশির ছড়িয়ে হায়
পথিকের পায়ে পাও ধুয়ে দিয়ে যায়।
বর্ষার কালে শাপলা ফোটার বিলে
কদম কেয়ার চুপচুপ ভেজা মিলে
জল আর জল চারিদিকে ভরা ঘন সবুজের বেশ।
আঁকা বাঁকা পথ নিয়ে গেছে দূর টানে
নীড় ফেরা কালে হৃদয় আকুতি আনে্
পাখি ফুল ফল যেন নদীর আঁচল
সবুজ প্রকৃতি খুঁজে পাই কোলাহল
এ দেখার কোথা মিলে গিয়ে শেষ....
কোথায় রয়েছে বেশ