ধানের ক্ষেতে জ্বলেছে সোনার প্রদীপ,
ঘামের কণায় আনে নত্তল বর্তিকা
অনিল কণ্ঠে ভাসায় খেয়ালী খোয়াব
মাটির বুকে জাগায় জীবিকার ছাপ।

বাজার সংলগ্নে বেজে ওঠে পরাঙ্মুখ
দামের চূর্ণ বিচূর্ণ ফসলের হাসি,
ফসলের হাসি ধার খসছে কোথায়?
রোদের ভেতরে হঠাৎ মেঘের ছায়ায়।

ফসলে উঁকি দিয়েছে অমৃতের ধারা,
সৃষ্টির ন্যায্য পাওনা বিষাক্তের স্রোতে
তবু কৃষক জাগ্রত, সৃষ্টিতে উল্লাস
আলোয় ভরে বসুধা কাঁধ টানে রথ।