ফিরে আসেন বাংলায় আমি অপেক্ষায় আছি
ফিরে আসেন জনক জাতিতে আজ দুর্দশা,
মনের ভেতর মেঘ চোখে অজস্র বর্ষণ
এই আকুতি সোপর্দে এই মনের ভাষা।

ফিরে আসেন বাংলায় ও-হে জাতির জনক
এখনো দুর্নীতি হচ্ছে ফেলি ধীরে দীর্ঘশ্বাস।
আমি অপেক্ষায় আছি ফিরে আসবেন বলে
এখনো মেঘে আছন্ন বাংলার মুক্ত আকাশ।

ফিরে আসেন ভাসানী তাজ উদ্দিন সাহেব
ফিরে আসেন জাতীয় সেই চারজন নেতা,
ফিরে আসেন এগারো বীর সেক্টর কমান্ডা
মেজর জিয়ার পণ ফিরে আসেন প্রণেতা।

এখনো খাদ্যে ভেজাল দেশে মানুষ ঠাকায়
বৈষম্য নীতি উৎপন্নে গ্রাস করে নেয় ধৃষ্ট,
লুব্ধকের পাও চাটে মানুষ হয় গেলাম
এখনো চাকরী স্থান লুটছে সব নিকৃষ্ট।

এখনো মামা চাচার আধিক্য প্রভাব দেখে
ভঙ্গুর হৃদয় জুড়ে গগনবিদারী কান্না
বুকের পাশে জমেছে কষ্টের জানালা খুলে
বঙ্গবন্ধুকে খুঁজেছি যেন তন্ন তন্ন করে..

মুক্তিযুদ্ধে অবদান বিন্দু আছে যার যার
সকলে ফিরে আসেন আমরা ভালো নেইকো,
আজ গরিবের পেটে লাথি মারা হয়‌ খুব
আজো স্বচ্ছতা পাচ্ছি না দেশে অবধি সেইগো।


এই জাতির অপেক্ষা ফিরে আসবেন বলে
বাঁচার স্বপ্ন দেখছে অসহায় এক ছেলে
রাস্তা দাঁড়া সর্বস্বান্ত  হয়ে আছে নিরুপায়
শহীদী রক্তের মূল্য দেখবে সামনে মেলে।