বাবা ছিলেন বটবৃক্ষ মা ছিল তার ছায়া,
হঠাৎ কোথায় হারিয়ে গেছে জড়িয়ে স্নেহ মায়া।
বোন ছিল যে আলোছায়া অনুরাগের বল,
ভাই ছিল মোর বিশ্বস্ত এক ভরসার এক ফল।

আজকে সবই ফুরিয়ে গেছে ঘরটি হলো শূন্য,
বুকের ভেতর পাষাণ জোড়া বন্ধন হলো ক্ষুণ্ন।
মা যে ছিলেন ঘরের কর্তা সবাই ছিল সুখে,
আজকে শুধু দুঃখ শাসায় আঘাত আসে মুখে।

ফুলের মতো ঘরটি ছিল গন্ধে ছিল বাগান,
আজকে ফুলটি ঝরে গেছে যায়না তারে জাগান
কালকে যারা মানুষ ছিল আজকে কুত্তা কুত্তি,
চেহারা ঠিক আগের মত অভাব আত্মশুদ্ধি।

বাবা ছিলেন/ বটবৃক্ষ/
মা ছিল তার/ ছায়া,
হঠাৎ কোথায়/ হারিয়ে গেছে/
জড়িয়ে স্নেহ/ মায়া।