এতটা অযোগ্য হয়ে -যাবো তোমার দুয়ারে
প্রথম থেকে তাহলে- যোগ্য হবার চেষ্টায়
নিজের ভেতরে ঢুকে- হাঁটতাম বারে বারে
শুধুই তোমায় পেতে- বলতে পারো তোমায়।
ঝড়ের কবলে পরে- ভেঙে গিয়ে বারবার
আজ শুধু অসহায় - পথে চলা একাকার,
হারিয়ে গিয়েছে স্বপ্ন- হারিয়ে ফেলেছি ঘর
আজ শুধু বেদনারা - করে দিলে ছাড়খার।
ভেঙে গিয়েছে শরীর- হারিয়ে গিয়েছে বন্ধু
বুকের ভেতর চাপা -সত্যটা ভাঙেনি বলে
আজ সোজা হয়ে বসে -দাঁড়িয়ে উঠেই বলি
প্রাচীর ধ্বংস স্তূপেও -সেই প্রদীপটা জ্বলে।
এতটা অযোগ্য হবো- আগে যদি জানতাম
নিজের মুখটি তুলে দেখতে ফিরে আমার,
এতটা অযোগ্য হয়ে- বুঝানো যায়না কিন্তু
যাদের জন্য এ আজ - এই তাকে হারাবার।
তাদের ও মনে পড়ে খুউব বারে বার আর
সবকিছু আছে সবকিছু আমি নেই যে আমার।
এতটা মুর্ছনা যাবো- জানা ছিলোনা আগেই