সব ব্যথা ফেলে দিয়ে,সবকিছু মুছে দিয়ে,
নে নে তোরা বরণ করে নে।
প্রকৃতি বদল ক্ষণে, নতুন সম্পর্ক মনে
ধরা দিলো ঝোপের বাগানে।
আমের মুকুল ঝরে,গাছে গাছে আম ধরে
কাঁঠালের গন্ধ আমারে রে টানে
ঘন ঢাকা আকাশের,পাগলা ছোড়া বাতাসে
মাঠঘাটে বৃষ্টি শুরু ডেকে আনে
প্রকৃতির নানা হাতে,বৈশাখী প্রভাতী যাতে
মানবের মাঝে বদলে ও যে নে।
৮+৮+৪+৬