স্বজন হারিয়ে চোখ ভেসে যায়
মেঘের স্রোতে গঙ্গার জলে,
অনাথ বুকে বাড়ি ফিরে
কেউ ছিলো না চোখের কোলে।
মা বাবা ভাইর কবর দেখে
শিউরে উঠে দেহের পশম,
ওই খুনিরা এই আগস্টে
শেষ করেছে রক্তে জখম।
দেশ এনেছে অদম্য তায়
জীবন মরণ যুদ্ধ করে....
আশা ছিলো সোনার বাংলা
নিজের হাতে করবে গড়ে।
দুই কন্যা তার বেঁচে গেলেন
বিদেশ থাকার ভাগ্য বসত,
দেশে ফিরে অনাথ মনে
জনসভায় করেন শপথ।
হঠাৎ করেই গ্রেনেড দিয়ে
ভাসিয়ে দেয় রক্ত চড়ন,
অল্পের জন্য রক্ষা পেলেন
শেখ হাসিনার আল্লাহ স্মরণ।
লাশের মিছিল লাশ আর লাশ
শেষ হতে ফের কাঁপছে জাহান,
এই জুলুমের বিচার হবে
আল্লাহ পাকের হাশর ময়দান।