ফেব্রুয়ারির একুশ তারিখ রক্তে ভেজা দিন,
ভেসে গেল সারা শহর গুলির সম্মুখীন।
কার্ফু ভেঙে মিছিল নামে বাংলা ভাষা চাই,
বর্বর পুলিশ গুলি ছোঁড়ে ভাই যে বেঁচে নাই।

এই ভাষা যে মায়ের ভাষা সবাই কথা কয়,
ভিন দেশীরা তুচ্ছ করে কেমনে হৃদয় সয়?
মায়ের কোলে বড় হলাম মায়ের মধুর সুর,
কাইরা নিতে দেবে না আর খর্বে বহুদূর।

শহীদ মিনার রোজ সকালে শ্রদ্ধাঞ্জলি দেই,
যাদের ত্যাগে বাংলা বুকে প্রাণ ভরে শ্বাস নেই।