একটুখানি আলোর দেখছি বড় অভাবে
গৃহের কোনার ধুম লেগে আছে অন্ধকার,
একটুখানি হাসির খোরাক আছে স্বভাবে
করছে আমায় শুধু আর শুধু একাকার....
একটুখানি আলোর তবু দেখা যদি পাই
বেরিয়ে যাবো আবার চেনা পথের মাঝারে,
হারিয়ে যাবো জনের সেই স্রোতের সম্মুখে
খুঁজব নতুন করে আমি হয়তো আমারে।
একটুখানি আলোর আমি যদি দেখা পাই
বুক চাপা কষ্ট গুলো হাতে যে দেবো সরিয়ে
বালিশ মাথায় ঠেকে ঘুরে যাইবো নিদ্রায়
স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিয়ে যাইবো জড়িয়ে।
একটুখানি আলোর আমি যদি দেখা পাই
স্বপ্ন গুলো হবে তাজা কাঁচা কচিকাঁচা পায়ে,
বেদনা গুলি হারাবে শুধু সুবিধা না পেয়ে
স্বপ্ন গুলো সত্যি হবে আর পূর্ণতার গায়ে।
একটুখানি আলোর আমি যদি দেখা পাই
জীবন যুদ্ধে আবার নামবো আবার ঘুরে
নতুন কোনো উচ্ছাসে জয়ধ্বনি এলে
তারুণ্যের জয়গানে সংগীত ধরবো সুরে।