একটা ভুল মানুষ এসেছে হয়তো
এমন করে হঠাৎ দেখা হয়ে যায়
নিজের অজান্তে......
মুখ দেখে কি মানুষ চেনা যায় এক
উপরে দেখেছি এক ভেতরে আরেক
সময় ঘনিয়ে খেলে আভিজাত্য নিয়ে
হারায় দূরান্তে
ভেঙে চুরে হৃদয়ের স্বার্থের নেশায়
উঁচু নীচু ব্যবধানে দুচোখ মেলায়
অভিনয়ে চুপচাপ মেলায় খেলায়
নতুন স্বপ্নের কাছে ধুঁকছে বেলায়।
মনের সে প্রান্তে।