হাউন এক জালেম সৃষ্টি সহদোর নিকৃষ্ট ধরণে
হায়না নাকি হিংস্রতা দুইয়ের ঢাল পেয়েছে স্বাধীন,
কোন ধর্মে ঠাঁই ধরে? কোন দলে ঠাঁই ?কার সমাবেশে?
হওয়া উচিত ছিলো সকল সভ্যতা সংস্কৃতি বিলীন।

হাউন বাড়ির মাঝে নৈরাজ্য চালায় এত সীমাহীন
দূর্বলেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে দৃঢ় করলো নিঃশেষ
কিছুদিন আগে তারে বিপদে উদ্ধারে ছিলাম আমই
গলায় ধরেছে ছুরি ক্ষমতা দখলে নাদুসনুদুস।

শারীরিক মানুষিক নির্যাতন সহ্য করতে করতে
দেয়ালে ঠেকেছে পিঠ নিরুপায় ছিল জীবন সংকট
সকল স্বপ্ন ভাঙ্গার আওয়াজ শুনি একলা শ্রবণে
হিংস্রের ছোবল থেকে বেরিয়ে আসার বাঁচার প্রকোপ।

সৃষ্টার দৃষ্টি নিদ্রায় মশগুল হয়ে বিবেক দংশনে
জালেম নেতৃত্বে দিচ্ছে এই সমাজের অলিগলি থেকে


হাউন চিবিয়ে খেলো সুশীল সমাজে আমার দর্শন
খুন করেছে আমার যত্নের গোছানো স্বপ্নের যোগান,
হিংস্রের মত খেয়েছে সমস্ত  শরীর আত্নার সম্মান
সাঙ্গপাঙ্গরা দিয়েছে যতটুকু পারে সমর্থ স্লোগান।

হাউন মানুষ নয় অশুভ শক্তিতে এক সৃষ্ট হিংস্র
মানুষের মত ঠিক রুচির দুর্ভিক্ষ দেখি অবিকল,
হাউন নিকৃষ্ট পশু মানুষ নামক অদৃশ্য চরিত্রে
মানুষ থেকে হায়না কড়াকড়ি এক হিসাব সরল।

মানবের সাথে নেই পৃথিবীর বুকে আমার শত্রুতা
হিংস্র মানুষ আমার পৃথিবীর বুকে আত্নীয় যে নয়
হাউন মানুষ নয় মানুষ নামক একটি চরিত্র