একটা হিংস্র গুষ্টির আক্রমণ মুখী আমি
আমারে ছোবল মেরে ক্ষত বিক্ষত করেছে
আমি অনেক দূরেই যখন চলে এসেছি
আকাশ পথে যুদ্ধের রকেট মারে আমায়।
কসম খোদা কসম এদের থামিয়ে দাও
শুক্রবার দিনটিকে স্মরণ করে বলছি
আমি মাটির মানুষ সহ্য কত আর করি
হেদায়েত করা সব যার দায়িত্ব কেবল
আমি তো অসহায় মানুষের মত ঠায়
দাঁড়িয়ে রয়েছি এক অন্ধকার দরজায়