বহুদিন ভালোবাসা হীন
কেটেছে একটি এক ভোর,
একটি ঘরের সন্ধ্যা রাতে
কেউ যে বলেনি আমি তোর।

বহুদিন ভালোবাসা হীন
বহুরাত একা একা গেছে
এমনি কি ফেসবুকে আমি
বিশ্বাস হীন বন্ধুর দেশে।

বহুদিন শব্দ হীন রাত
আমার নেয়নি খোঁজ কেউ
বহুদিন ভালোবাসা হীন
আমার দেখেনি আশ্রূ ঢেউ।

বহুকাল অপেক্ষায় করে
এমন কেউ পাইনি তারে
আমি অতঃপর আজ তবু
এক থাকার অভ্যাস করে।

আমি একা থেকে যাই দিন
সকাল সন্ধ্যা মধ্যাহ্ন শেষে,
নির্ঘুম সেই রাতের কাছে
আমার একা থাকার দেশে।

৮+২=১০

- মোঃ মুসা