সন্ধ্যা হলে পড়তে বসার ডাক দিয়েছে মায়ে,
না বসলে যে মাইর চলতো আমার সারা গায়ে।
পড়ার মাঝে ফাঁকি দেওয়া না দুষ্টামি করি,
চোখের ফাঁকে নজর রাখা না ঘুমিয়ে পরি।
রাতের দশটা তারই বেশি পড়তে হবে বই,
না হলে যে ভাত দিতে না কেমনে জেগে রই।
উল্টো হয়ে গেছে এখন যুগ বদলের রীতি,
সন্ধ্যা হলে ফেসবুক চালায় এখন শিক্ষার্থী।
আগে ছিল হারিকেন আর কুপি জ্বালিয়ে পড়া,
অক্ষর গুলো যায়নি দেখা পষ্ট করে ধরা।
বিদ্যুৎ বাল্ব ফর্সা আলো এখন লুটিয়ে পরে,
এই যুগেতে টেবিল জুড়ে মনোযোগ নাই ঘরে।
বাবা মাকে দিচ্ছে ফাঁকি বলে বইতো পড়ি,
বই রেখে যে ইনবক্স নিয়ে বন্ধুর খাতির করি।