আমার উঠেছে কাঁপি জ্বরের আধিক্য,
আমি অনাথ এতিম কে আছে যে পক্ষ,
ছিঁড়েছে বাঁধন জোড়া, চোখের উদ্ভট
জানিনা কোথায় যাবো জানিনা যে লক্ষ্য।
আমার পরীক্ষা আছে যে আগামীকাল
করি কি উপায় আমি ডাকা নিরুপায়
পরীক্ষক বুঝবেনা আমার বেহাল
বুঝবে না কখনো যে এমনি আমায়।