সব অভিমান কেটে যায় দূরে ময়দানে গিয়ে করি সমবেত
যত দুশমন গলাগলি করি কোলাকোলি করি,
একে অপরের স্বার্থ থামিয়ে মুছে যায় মনে জিদ
সকলের তরে জানাই সালাম ইদ মোবারক ইদ.......
আজকে আমার জবান খুলেছে চোখের পর্দা আজই খুলছে
আকাশ বাতাস উল্লাসে নামা শিশু কিশোরের দলে
চলছে ইদের নামাজ পড়তে কুড়িয়ে আনতে হিত
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ
নয় ঠুলাঠুলি দ্বন্দ্ব ঘাতের মিটে যাবে তার ইদ ময়দানে
হাসি মুখে মোরা বাড়ি ফিরে যাবো মানুষে মানুষে বন্ধনে হব প্রীত
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ।
দিয়েছি ফিতরা দিয়েছি যাকাত গোপন হস্তে করি মোলাকাত
গরিব দুঃখীরে জানাই সালাম সকলের তরে তরে
ছোট বড় আজ আনন্দ নিয়ে গেয়েছে ইদের গীত.......
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ
ধনী কে গরিব কে বা মুসাফির জাতি জ্ঞাতি নাাই ভিন্ন
এক হয়ে গেছি সবখানে আজ ইদ ময়দানে করে দিয়ে সব ছিন্ন
মানুষে মানুষে জেগে উঠতেছি নাই চোখে কারো নিদ
সকলের তরে করি মোবারক ইদ মোবারক ইদ
মেহদী হাতের শিল্প নকশা রমণীর হাতে হাতে
কিশোর কিশোরী সতেজ মেজাজে মেতে আছে যেন তাতে
নতুন পোষাকে গন্ধ লেগেছে মাতোয়ারা মনে স্মিত
সারা ঘর যেন আলোকিত আজ ইদ মোবারক ইদ