ঠোঁটে ঠোঁটে আজ মেলাইব সুর
কাঁধে কাঁধে আজ মেলাইব কাঁধ
আজ কুড়াইব হিত,
সুরে সুরে আজ ধরি-ইব সুর
ঈদ মোবারক ঈদ.....
কে রাজা আইজ কে আইজ ফকির
সাদা কালো লাল সবুজের পীত,
একই কাতারে দাঁড়িয়ে গাহিবো
ঈদ মোবারক ঈদ।
ভুলে গেছি সব ভেদাভেদ তার
দ্বন্দ্ব মন্দ ছিঁড়ে যায় আইজ
প্রেম দিয়ে যায় তাই ইঙ্গিত,
দুয়ারে দাঁড়িয়ে ধরেছি কণ্ঠ
ঈদ মোবারক- ঈদ।
কে বলো আমীর কে মুসাফিরই
ধনীতে গরীব পথ মিশকিন
নেই করো তার মুরিদ,
একই কণ্ঠ আইজ ধরেছি
ঈদ মোবারক ঈদ।
মাঠে ময়দানে শিশু ও কিশোর
উল্লাস ফেটে মাতোয়ারা কুল
বেজেছে সংগীত,