ঈদ নিয়ে এলো উল্লাসে কাঁপে খুনসুটি ঘর
অর্থ ভাঙায় উড়িয়ে দিয়েছে জীবনের চাকা
বড় মার্কেটে কেনাকাটা নিয়ে চলে ধুমধাম
থলিটা ভর্তি টুইটুম্বর আর নাই ফাঁকা।
কারো ঘরে নেই একমুঠো চাল ডাল
অনাহারে দিন পেটের তলায় বালিশ,
চাঁপা দিয়ে যায় বাক শক্তির বাক
ঈদ এলো নাকি দুঃখ করেছে নালিশ।
আর অভাবের থালা ভেসে যায় দুঃখের স্রোতে
কোথায় উচ্চ বিলাসবহুল কোথায় পান্তা ফুরে
ঈদ কেন আসে সকলের মাঝে বলে দাও তার
ঈদ তো এসেছে ধনীর দরজা ফাঁক করে ঘুরে।
অভাবের কাছে ঈদ নিয়ে আসে দুঃখের স্রোত
দমফাটা চাঁপা দুঃখের কাঁটা শরীরেই কাটে