কত ব্যবধান আমরা তোমরা
এই শহরের অলিগলি জুড়ে,
হয়তো দেখেছি এক সংসার
এখানে ওখানে ভবঘুরে ঘুরে।
এই শহরের তুমি বড়লোক
কেউ সামান্য এক শ্রমিক,
তোমার আমার সেই অমিলের
মেলেনা অংক কোনো ক্রমিক।
এই মাথা উঁচু মস্ত দালান
অল্প বেতনে কায়িক শ্রমে,
মেধাবী হাতের নিখুঁত গাঁথুনি
শহর হয়েছে আজ ক্রমে ক্রমে।
কারে করো ঘিনা কারে করো ভাই?
কেবা করে যায় সুন্দর করে!
শ্রমিকের কেনো তোমাদের চোখে
ছোট লোক বলে দৃষ্টিটা ঝরে??