এই গল্পের কোনো নাম নেই ইতিহাস নেই
এই গল্পের সমাপ্তি নেই, আছে বেদনার আর খুনসুটি।
এই গল্পটা বলা ও যায় না তা সচরাচর
নিরবে নিভৃতে নির্জন খুব বেজে ওঠে এক গহীন হৃদয়ে প্রতিধ্বনিতে... শীতল করায় শরীরের ভাঁজ
অশ্রু ভরায় চোখের আঁচল,
রাতের আঁধারে নির্জন সেই নিঃশব্দ ছুটে ঘুমের শরীরে
জেগে ওঠে দেখি ঘুমহীন চাঁদ তারাদের সাথে
চুপচাপ বসে সাড়া দিয়ে যায় গল্পের আর্তনাদ,
সৃষ্টিকর্তার কাছে, বার বার কেউ, ইশরায় ডাকে
নিজের অভাব বৃত্ত চক্রে অযোগ্য টুকু দায়ী করে যায়,
নিজের অভাব বলেই হারানো মানুষের কথা
বুকের গভীরে চুপচাপ এসে প্রকাশ করায়....
দীর্ঘ সময় আকাশের পানে তাকিয়ে থাকতে
হঠাৎ করেই অভিমান টুকু সাথে নিয়ে যায়
বালিশের সাথে অশ্রুসিক্ত দুঃখের ঢেউ
সাগর হয়েছে কিছুক্ষণ ধরে...
এই গল্পের কোনো নাম নেই অথচ গল্প
সারাক্ষণ চলে সারাটি সকাল সারাটি বিকেলে
সারাটি সন্ধ্যা হঠাৎ হঠাৎ.....
গল্প এসেছে শেষ অধ্যায় এই নিয়ে চলা
আবার হঠাৎ মনে পড়ে যায় শুরু হয়ে যায়...