খবর নেয়নি দুঃখের দিনে দুই মুঠো দিয়ে
বিপদের মুখে আত্ন গোপনে মসজিদেরই ইমাম,
কাঁপছে দুঃখে ব্যথিত হৃদয় অসহায় ধারে ধারে
জালেমের সাথে করছে সন্ধি এই ইমামের কি নাম?
জুলুম করছে করেনি ইমাম জালেমর প্রতিবাদ,
এগিয়ে আসেনি সত্য বলতে জোট বেঁধে একসাথ,
জালেম যখন মসজিদে বসে বলে উত্তম বানী!
সেই মসজিদে মজলুম কেনো পড়বেন- জামাত।
বিপদ তাড়িয়ে একাই লড়েছে মজলুম সেই জন,
ইমামের পিছে যায়নি নামাজে বিশ্বাস হারা মনে,
ইমাম এখন শয়তানি জোটে সত্যের ডাকে কন্ঠ
নামাজ পড়তে মসজিদে যেতে মজলিস করে জনে।