ধানের-দেশ গানের-দেশ মাঠে ভরা যে কালে,
পাকা ধানের গন্ধ মাখা শীত হানা দেয় সকালে।
মধ্যে দুপুর ঘুঘুর ডাকন শুনতে ছুটি বনেতে,
আপন গলায় ছন্দ বুনে শিউরে দিলো মনেতে।
কানায় কানায় দিনের আলো হেলান দিলো পড়েছে,
প্রজাপতি মাঠের উপর উড়াউড়ি ধরেছে।
রাতের বেলা বড়াই গাছে জোনাক জ্বলা ঝোপে,
চাঁদ তারাও চুপ করে নেই নীচের জ্বলা তোপে।
পাতার ডগায় সুড়সুড়ি দেয় রাতের জমা শিশিরে,
টুপুর করে হারিয়ে যে যায় নাড়লে পথিক নিবিড়ে।
আপন মনে ঝরছে তারা আপন মনে উঠে,
এই আপনকে কে দিলো তার? বল একবার ঠোঁটে।