দূরত্ব কেটে হয়েছে নিকট অপেক্ষা হলো শেষ,
বিনিময়ে হলো শুধু অবহেলা সন্দেহ পরিবেশ।
কিছুদিন আগে দূরের কারণে ছটফট ছিল মনে,
পিয়নকে দেয়া উত্তর পেতে চিঠি প্রতিক্ষা ক্ষণে।
আজকাল ঠিক ঘড়ির কাটায় ঘুরতে যতটা বাজে,
চাইলে কেউকে জানতে পারেই এক মিনিটের মাঝে।

মিনিট পেরিয়ে ঘণ্টা গেলেও নেয়না এখন খোঁজ,
এতটা নিকটে থাকলেও কারো লেগে আছে সংকোচ।
দেশ দিগন্ত হয়েছে নিকট প্রীতি টা হয়েছে দূরে,
কার পাল্লায় কে পড়ে রয়েছে বুঝতে পারেনা সুরে।

ছিলোনা সহজ যত সংকোচ কেবলি মনের জোরে,
অপেক্ষা করে পথ চেয়ে ছিলো সাজিয়ে মনের তোড়ে।
এতটা নিকটে পৌঁছে গিয়েছে সব দূরত্ব বাধা,
চোখের দুয়ারে দাঁড়িয়ে গিয়েছে সন্দেহ ছোড়া কাদা।

পৃথিবীর সব মানুষ এখন হাতের মুঠোয় ধরে,
দেয়না যে মন এরচেয়ে ভালো হয়তো আসতে পারে।