শিয়ালের কাছে মুরগী রাখার মত
হারুনের কাছে দিয়েছে নালিশ জমা,
শিয়াল খেয়েছে বিশ্বাস ভেঙেচুরে
হারুন খেয়েছে নালিশের দাঁড়ি কমা।
রিয়াদ হয়েছে অসুস্থ গোলমালে
বিচরণ দিয়ে সমাজ দূষণ করে,
রিয়াদ হয়েছে অসাধুর কালো হাত
দোজখ বানায় সংসদে সকাতরে।
মাথার উপর তুলে ঘুরিয়েছে দড়ি
খবিশ আগুনে পুড়িয়ে দিয়েছে মান,
মুখোশ চাপানো শয়তানে কারখানা!!
তবুও সবাই ধোঁয়া-তুলসীর পাতা....
ইহা যেন এক দুষ্টের আচরণে
ঝগড়া বিবাদ মিলনায়তনে রোগী,
কর্তাকে খায় আশ্চর্য গেঁয়ো ভুতে
তাতে যেন আমি নিত্য ভুক্তভোগী।