দূর্বলে যেন খেয়ে যাবে মার নাই প্রতিরোধ
পাশে দাঁড়ানোর রুখতে জালেম,
আসবে কি কেউ এই অবিচার করতে লণ্ড
সকল পাপের দেবে তার নেম।

স্রষ্টার কাছে বিচারেই চুপ নিত্য ঝামেলা
সইতে সইতে পিঠ ঠেকে গেছে পিঠের দেয়ালে,
তবু নির্দয় তবু নিশংস জালেমকে দেখি
সুস্থ সবল রাখে আল্লাহ করেছি খেয়ালে।

এরচেয়ে বেশি শক্তির হাত যদি মেলে ধরে,
সেই দিন এই জালেম পতনে স্বস্তি দেখবে,
মজলুম সেই অসহায় এক একাকী মানুষ
পৃথিবীর কাছে ফেলতে পারবে এক- দীর্ঘশ্বাস

-মুসা