হয়ে আবেগ ধুলিসাৎ থমকে দাঁড়ায়
হাহুতাশ খেলে চক্ষে তার ইশারায়,
আমি ছিলাম না আমি আমার ভেতর
আমার মুর্ছায় বুঝি কার কিবা যায়?
আবেগ হারালে মনে স্বার্থও ফুরালে
ঘুরে দ্যাখো আচমকা কেউ কারো নয়,
ঠকতে শিখেছি তবু মনের হিসাব
ক্ষমাও করে দিয়েছি ব্যাতীত দ্বিধায়।
যুদ্ধে বিধ্বস্ত যেমন ভাঙাচোরা দেহে
ঘরবাড়ি হয় কভু মনের শরীর,
দেহ অর্থনীতি কবে হবে মজবুত
স্বপ্নের সমৃদ্ধ হবে দেহের প্রাচীর।
মোঃ মুসার লেখা