তোমায় বুঝতে আর কত দূর!
কতদূর বাকি? কত এগিয়েছি?
কত দূর পিছে এখনো রয়েছি
বুঝতে পারি না তার মাঝামাঝি।

তোমায় বুঝাকি এতই কঠিন
বুঝতে পারিনা যেনো সবটুকু?
একটু বুঝলে বাকি আরেকটু
দাঁড় হয়ে যায় শুধু ভুল টুুকু।

যদিও কখনো ভালোবাসো মোরে
ফিরে এসো তুমি যেন সকাতরে,
রাগকে ছোঁবনা ফিরিয়ে দেবনা
বুঝব তোমাকে দুই হাত ধরে।

তোমাকে সকাল বুঝলে যখন
বিকেল হয়েছে সেই কতদূর,
তোমাকে বিকেল বুঝলে যখন
বুঝলে যখন তুমিও সুদূর।