মায়ের মত আপন কেহ এই জগতে হয়,
স্বার্থ ছাড়া স্নেহ দিয়ে বুকে টেনে লয়।
কোলে পিঠে বড় করে মুখে দেয়রে অন্ন,
মায়ের জাতি রাগ শাসনে বদলে যায় না বর্ণ।
কত কষ্ট করে মা জান এই আমাদের জন্য,
বড় হয়ে কয়জন করে মায়ের মুখটা ধন্য।
আমার মায়ের দুঃখ দেখলে আকাশ ভেঙ্গে পড়ে,
ছেলে তারই বিদেশ থাকে ভাত জোটে না ঘরে।
কত আবদার করে যেত আনতে একটা ফ্রিজ,
অথচ বিদেশ বন্ধু নিয়ে বানায় আড্ডার ব্রিজ।
মায়ের জমি বিক্রি করে বিদেশ দিলে তারে,
কত আবদার করে গেছেন ছোট্ট কুটির ঘরে।
ছেলে তারই অনেক টাকার করে দালান কোঠা
আসেনি মা ঐ দালানে ঝরে অশ্রুর ফোঁটা।
আসবে ছেলে বিদেশ থেকে করবে এবার বিয়ে,
রান্নাবান্না করতে ভীষণ কষ্ট শরীর নিয়ে।
বারো বছর বিদেশ গিয়ে আসছে না কেন আরে,
হঠাৎ মায়ের রসুন বাটা খাইয়ে কুটনি মারে।
বুকের ভেতর হৃদ রোগেতে বেঁধে ছিল বাসা,
তার ভিতরে রসুন বাটা প্রাণ করছে ঠাসা।
মায়ের জন্য কিছু আমি করতে পারি নাই,
মরে গেছে আমার মায়ে দুঃখ নিয়ে তাই।
আমার এখন ভীষণ হোঁচট দুঃখ খেলে তাস,
আমার সাথে জুলুম দিয়ে করছে পরিহাস।
ভালোবাসা আদর সোহাগ এখন আমার মিছে,
আমি আছি আদর ছাড়া স্মৃতির পিছে পিছে।