কত সুন্দর এই পৃথিবীর দেখা মুখগুলো
আমি ঘাসফুল মনে দেখি ফুল
আমি তো অনেক অবহেলা থেকে
সৃষ্টি হয়েছি গোড়ায় জৈব মাটিও মানুষ।
তবু পৃথিবীর কোন বাসিন্দা হয়ে বেঁচে থাকা
ধুলোবালি ছেড়ে তুচ্ছ দৃষ্টি নিয়ে বাস করি
আশেপাশে সেই সুন্দর মুখো দৃষ্টির কাছে
আমি যেন এক মানুষের মাঝে অরেক মানুষ
তাদের জীবন আর আমাদের কত ব্যবধান
আমি তাচ্ছিল্য আবর্জনার মত রঙে চলি
আমাদের দেহে পোশাক দেখলে
বলে দিতে পারে আমি সাধারণ গোষ্ঠীর মুখ
বড়দের দিকে তাকিয়ে থাকাটা খুব
অপরাধ বিমুখ মুখের বিছিন্ন কথা
ভাবতেই গেলে অর্থের কাছে অনকটা দায়
আমাকে আছড়ে ফেলে কারো পায়!