যখন তোমাকে বুঝতে শিখেছি
তুমি আর কভু বুঝলে না আমায়
জানিনা কি করে পথো সামলায়
যখন তোমাকে পাত্তা দেই না
সব দোষ গুলো আমারই-হয়।

যখন তোমাকে হারিয়ে ফেলেছি
বুঝতে পেরেছি কত অন্যায়,
তখন নিজেকে অপরাধী লাগে
কত কত ভুল আর অসহায়।

যখন তোমাকে সহজে পেলাম
অবহেলা দিয়ে তুচ্ছ করেছি,
মান অভিমান তুলতে তুলতে
তোমার ঘৃণায় ছড়িয়ে পড়েছি।

তোমাকে চেয়েছি অসহ্য ভাবে
হৃদয়ে করেছি এমন ধারন,
কেউ তো পারেনি তোমাকে ভুলাতে
সাধ্য কি আছে করতে বারণ।

নিজ স্বার্থেও নিজ ভোলা হয়ে
ধুলিসাৎ হাঁটু মুড়ে,
তবুও তোমার অটল ছিলাম
তোমাকেই ধরে।

তোমার ঘৃণায় পড়েছি নালায়
ডুবতে ডুবতে উঠেছি ওপারে,
এপারের কাছে তুমি নেই বলে
দিন থেমে রয় জীবনের পাড়ে।

বুঝতে বুঝতে অবুঝ হলাম
এটা কি অবুঝ নাকি সম্মান,
সবকিছু ছেড়ে সবকিছু ভুলে
অবশেষে আমি আমার হলাম।