মোবাইল নিয়ে বসে আছি সেই
যখন তখন ফেসবুকে ঢুকি,
বাইরের বট ছায়া ঘাস ফুল
মারে না চোখেই উঁকি।
মাঠ পরে আছে খেলোয়াড় নেই
হৈ হুল্লোড় নেই,
আকাশে ধরে না মেঘ অবকাশে
প্রজাপতি খায় খেই।
ডুবে গেছে মন এই আসক্তি
বেরিয়ে আসবো কল্পনা করা যায়?
চেনার চাইতে অচেনা বন্ধু
করেছি আপন ফেসবুক বেলায়।
অলস দেহের রোগপ্রতিরোধে
ক্ষমতা হারিয়ে রোগা হয়ে গেছে,
ডাক্তার ভাই রেডি হয়ে যাও
রোগীরা আসছে ভেসে।