ভুলে গিয়েছি ভুলে গিয়েছি করে
হঠাৎ করে মনে পড়েই যায়,
হারিয়ে গেছে হারিয়ে গেছে করে
হঠাৎ করে দেখা হয়েই যায়।
এই হারিয়ে যাওয়া এই ভুলে যাওয়া
এর পিছনে ভালো কিছুই নেই,
আছে হয়তো মুখের সাথে বিমুখ করা
ভাঙা গড়ায় নিজের মাঝে চাপা কাহিনী..
হঠাৎ করে জীবনে আসা হঠাৎ করে হারিয়ে যায়
এটা কি মন? কাঠের ঢেঁকি কখনো ধান
হলুদ ভাঙে হঠাৎ করে মরিচ ভাঙে!
হঠাৎ করে লোকাল বাসে উঠার মত নেমে পড়েছি
এটা হয়তো তার জীবনে ভালো অংশ
আমার কাছে খারাপ হয়ে আগলে রাখে,
এটা হয়তো তার জীবনে মজার হাটে
পুতুল খেলা পুতুল নিয়ে খেলায় থাকে।
ফিরে পেয়েছি ফিরে পেয়েছি করে
ফিরে পাইনি একটি বারে,
ফিরে আসবে ফিরে আসবে করে
ফিরে পাইনি কখনো তারে।
কেটে যাওয়া পাথর থেকে মুছবে নাম
তবু সময়ে ভালো লাগার বিষ প্রয়োগে
দীর্ঘ রাত দীর্ঘ দিন ইচ্ছা খুন করেছি একা...
গহীন থেকে আরো গহীনে প্রতিধ্বনিতে..
তো কি হয়েছে ভুলেই গেছি ভুলেই আছি
মাঝেমধ্যে কেবল মনে পড়ে,
আবার ভুলি হয়তো সে যে অনেক বড়
সুখের সাথে ভালোই থাকে..