গনতন্ত্র শুধু থাকে ভোটের বেলায়
তারপর হয়ে যায় সে! দলীয় তন্ত্র,
দলীয় প্রভাবে চলে সোনার স্বদেশ
তখন মুখস্থ ছাড়ে নিজেদের মন্ত্র।

বিগত দলীয় তন্ত্রে দশ টাকা চালে
খাবে জনগণ দিলো সে ইশতেহার,
পরে দলীয় প্রভাবে দলের সুদিন
সবকিছু খেয়ে দিছে আচার বিচার।

তেলের ভর্তুকি নিয়ে দেশের অবস্থা
বাড়িয়ে দিলেন উচ্চে জ্বালানির দাম,
হুঁ হুঁ করে বেড়ে যায় পণ্যের খরচ
খাদ্য কিনতে মানুষ ছোটে দেহ ঘাম।

মানুষ নিয়ে দেশটা করছেন খেলা
জাতিকে বোকা বানাচ্ছে গনতন্ত্র নামে,
গনতন্ত্র হয়ে যায় দলীয় সে তন্ত্র
সুবিধা কায়েম করে যতটা আকামে।

গনতন্ত্র নামে যে দলীয় তন্ত্রের
মানুষ মুক্তি চাইছে মুক্তির প্রেরণা,
দেখতে চায়না কেউ মিথ্যার আশ্বস্ত
গনতন্ত্র নামে সেই মিথ্যা প্রচারণা।