রাক্ষস দিয়েছে জন্ম আরেক রাক্ষস
মানুষ গিলে খেয়েছে নিজ কায়দায়,
রাক্ষুসে খেয়েছে নিজ আপন সন্তান
হয়েছে নিজের মত একটি পয়দা।
রাক্ষুসে থাবা কঠিন রাক্ষুসে রাক্ষুস
থরথর বুক কাঁপে দেখলে রাক্ষুস,
বিচার শালিশ নাই ধরার কায়দা
রাক্ষুসে খাচ্ছে এখন জীবন্ত মানুষ।