খাদ্যে ভেজাল করে নাজেহাল
নিত্য দিনের ভোগান্তি,
অসাধু ব্যবসা করেছে ঝাপসা
ঘরে ঘরে আজ অশান্তি।
পণ্যের দাম এতটা বেড়েছে
দাম নাকি- যেন আগুন,
কম রোজগারে দাম কি দ্বিগুণ
টাকা গুলো চুষে -ঘুণ।
ছাত্র জীবন বড় কষ্টের
টাকার মর্ম জানে,
ঢাকা কলেজের নিউ মার্কেটে
লাঞ্ছনা মুখ পানে।
ব্যবসা করার রীতি নীতি শিখ
মধ্যে প্রাচ্যে থেকে,
অসাধু ব্যবসা বাজে আচরণ
কোন ব্যবসায় লেখে।
হোক সোচ্চার হোক প্রতিবাদ
নেমে যাও প্রতিবাদে,
মেধাবী ছাত্র বিদেশের বুকে
চলে-যায় কি স্বাদে।
ছাত্র সমাজ অধিকার নিয়ে
বলতে গেলেই কথা,
লাঞ্ছনা হয়ে লাঠিচার্জে ও
নিয়ে আসে বুকে ব্যথা।