দেশের নীতির কাছে পরাজয় আমি
কাতর ক্লান্ত সমীপে সাঁতরিয়ে ভাসি,
ভাসতে ভাসতে যাচ্ছি জুতার তলায়
ধুলোবালি বন্ধু হয় মুছে যায় হাসি।
নিষ্পাপ স্বপ্ন বিছিয়ে ধরেছি পুস্তক
পড়তে পড়তে চোখে হয়ে গেছি অন্ধ,
দিয়েছে আমাকে দাম শিক্ষার আলোকে
পেটের থালায় দিলো একবুক দ্বন্দ্ব।
আমি যে বেকার আছি বিদ্যার বিফলে
একমুঠো ভাত বড় আজ খুব দামি,
ভোরের আলো দুহাতে মেরেছে থাপ্পড়
দুপুর মেরেছে লাথি অকর্মা গোলামি।
বাংলার কাছে চেয়েছে চাকরির ভিক্ষা
মানুষ নিজের স্থানে মজবুত পায়,
চিনে না আর আমাকে সাহায্য দুয়ার
অন্ধের মত তাকিয়ে দেখেছে আমায়।
আমি অকর্মা মানুষ মানতে কষ্ট হয়েছে
স্কুলের দিনে কখনো অলস হয়নি,
কাজের বেলা আমাকে বলছে অলস
দেশের নীতির কাছে আমি হয়রানি।