দেরি হয়ে গেছে বুঝতে আমার
যখন বুঝেছি তখন অনেক দূরে,
গোধূলির লাল একফালি রোদ হাতছানি দেয়।
আমাকে শোনায় বেদনার নীল
অতীতকে টেনে হারানোর জ্বরে অদৃশ্য রোগে একাই ভুগছি!
আমি না হয়তো অবুঝ ছিলাম বেকুব ছিলাম
ভালোবাসা কিছু বুঝতে পারিনি তোমাকে বোঝার,
তুমি কেন থেকে আমায় বুঝোনি
মনে পড়ে তারে বেলা অবেলায় যখন তখন
তোমাকে পাওয়া বিশ্ব যুদ্ধে জয়ীর অংশ,
তোমাকেই জয় যে কঠিনতর বুঝতে পারিনি