তোমার চিন্তা খচিত পতাকা মিছিল
রক্তের জয় বাংলার রসায়ন ঝরে,
একটি স্বচ্ছ ব্যাবস্থা চাই মোতায়েন
শহীদ এর রক্তের বিনিময়ে তরে।
বিনীত শ্রেষ্ঠ আমার অঙ্কিত পতাকা
দুর্নীতি মস্তিষ্ক হীন উত্তেজনা চাই,
পৃথিবীর সবচেয়ে চাই স্বাস্থ্যবানে
চিত্তাকর্ষ বাংলাদেশ হৃদয় বাজাই।
তোমার আমার মিল বন্ধন কাঠামো
চাই মজবুত শক্ত ইতিহাস গাঁথা,
অন্যায় অধ্যায় ক্লাস হয়ে নিয়ন্ত্রণ
শ্রেষ্ঠ সভ্যতা উদ্ভব অভিধান পাতা।
আমার দেশ আমার বড় অহংকার
সবুজ শ্যামল আর স্বর্ণ পরিবেশ,
নদী মাঠ ফুল ফলে জড়িয়ে আবৃত
আমার দ্বিতীয় ধাত্রী মা বাংলাদেশ।