নদীর জলে সেচ না দিলে
ফসল কি আর ফলে?
শিক্ষার আলো তেমন করে
ডুবে ময়লার তলে।
পাঠ দানেতে শিক্ষক সুধী
দেয় না উজাড় করে,
জল পেয়ে না ধান মরে যায়;
দায় দিবে কার তরে?
কোচিং যেন সোনার খনি,
কাঁচা সোনা জাগে,
স্কুলে কেন ধুলোয় হারায়
কেন আঁধার লাগে?
নিজের ঘরের চারা গাছটি
লাগায় ছাদের টপে,
পরের চারা মাটির কাছে
যেন হাতে বপে।
কোচিং পাঠে স্কুল পাঠে
হয়না কেনো এক?
বেতন ভাতা দেয় না নাকি
তাদের একটু দেখ।