চেহারা সুন্দর হলে সুন্দর বলা কি ঠিক?
কালো অথচ চরিত্র চকচকে পরিষ্কার,
সুন্দর মন যাদের হৃদয়ে আকুল সুরে
বলতে থাকি যদি সে- তবে হইত আমার।

সাদা চামড়া শরীরে কোনো সার্থকতা নাই
যদি ভেতরে ময়লা থাকে আবর্জনা ছোঁয়া,
কাপড়ে সাবান দিলে পরিষ্কার হয়ে যায়
চরিত্র সাবান দিয়ে যায়কি কখনো ধোয়া??


যায়না লুকানো তারে যায়না আপন ঢাকা
খনিজ পদার্থে মত উঠে আসে একদিন
নিজেকে আড়াল করে, হয় নাকি ভালো থাকা?
কর্ম ফল একদিন যেন হবে সম্মুখীন।

চরিত্র সুন্দর হলে যদি থাকে পরিষ্কার
অমলিন দৃষ্টচর সে সুন্দর সবচেয়ে,
সে তো সকলের প্রিয় জনম জনম ভর
তার সাথে সৃষ্টিকর্তা থাকেন মাথা জাগিয়ে।