কবি নজরুল শুনলেই কানে জাগ্রত হয় মন
নজরুল বলে মন্দের দেহে সত্যের উদঘাটন
বিদ্রোহী রণ ক্লান্ত পথিক কন্ঠে উচ্চারণ
সেই দিন হবো শান্ত
অত্যাচারীর খর্গ লীলা
যেদিন হবে প্রান্ত.....
গাহি সাম্যের গান
মানুষ এরচে নাহি মহীয়ান...

বিশ্ব কাঁপা দৃশ্য নামা জাতির সেই দুর্দিন
জালেমের হাত ভাঙরে জামাত? ঐ সমাজের ঘুণ।
কেবা থামায় কেবা নামায় জাতির সংকটে
নিশ্চুপ গলা জবান কাঁপা জানিনা কি ঘটে।

আকাশ কাঁপা বুক ধরপাকড় দম চাপা নিঃশ্বাস
মুছে যায় কি? তলিয়ে গেছে সত্যের ইতিহাস,
বাতাস চটকে লাশের গন্ধ রুদ্ধশ্বাসে হায় পরিহাস
ভারত বর্ষে ব্রিটিশ ঘণ্টায় কী! ক্ষীণ বসবাস।

মানুষ জন্মে জবানবন্দি মুখ খানি তার তালা,
জাতির আশা ক্ষীণ প্রদীপে ভাঙারে শিকল
কবি নজরুল কবি নজরুল কবি নজরুল
বিদ্রোহ মন বিক্ষিপ্ত মন রয় কি করে মশগুল....

অত্যাচারী শাসকের হাত ভাঙরে এবার ভাঙ,
যে গগনে উচ্চ শিক্ষায় তৃষ্ণা মেটায় গাঙ
ভাঙারে শিকল ভাঙরে তালা খর্গ লীলার দুর্গ