সবুজ পাতার কাছে ঝুরঝুর শিশির দিয়েছে দোলা,
এই প্রকৃতির কোলে বেড়ে উঠে ধন্য শতকে তোলা।
হঠাৎ ঘাসের শরীর হয়েছে জাগ্রত মন,
ধানের ডগাতে দেখেছি যখন হেমন্ত দেয় ভাসন।
চারদিকে নদী প্রবাহিত হয়ে করে জলঘোলা।
তার কোল ঘেঁষে সবুজ শ্যামলে এই আমাদের ভোলা।
সেই কুয়াশায় জল ভেসে যায় তাজা মাঠঘাট,
এই লুকোচুরি রোদ উঠে যায় যেথা হুটহাট।
বর্ষার ধারে থমথম দিনে শাপলার বিল নামে,
আহামরি মরি! রঙের পুষ্প চোখ সেইখানে থামে।
ডোবায় বা বিলে কলমী লতা যে চুপচুপ ভেজে,
প্রকৃতি কন্যা এখানে ওখানে তারা যায় সেজে।
শীতের স্নিগ্ধ হেমন্ত এলে হলুদ হলুদে ফুল,
গোছগাছ একি শিল্পীর হাতে টানাটানি করে কূল।
আবার যখোনি বসন্ত আসে উৎসব ডেকে যায়,
হয়তো ঘুঘুর আলতো আলতা করে রঙ ধরে পায়।
এইখানে থেকে ফুল পাখি হয়ে গান ধরে কার বনে,
আহা অরণ্যে ভালোলাগা দিয়ে যায় সকলের মনে।
চমকে উঠছে বিশাল বিলের আকাশটা খোলা
ভালোবাসি মাগো এ চরফ্যাশন ব দ্বীপটি ভোলা।
এই পরিবেশে মায়ের আদর সোহাগ জড়িয়ে আনে,
এই প্রকৃতিতে দূর থেকে ফেরে; যার শেকড়ের টানে।
ভালোবাসি এই মাতৃভূমির সমৃদ্ধ করে চরণ,
ভালোলাগা ধরে মায়া মমতায় উপজেলা চরফ্যাশন।
- মুসা