নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।
প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি উড়ে যায়,
তোমারি উড়ার ইচ্ছা ও যদি পায়।
দেখিতে দেখিতে নয়ন জুড়িয়ে গেলে
হাতটা বাড়াও খামার বাড়িকে পেলে,
নদী খাল বিল তুমি দেখবার পরে,
কুকরিমুকরি চলে যাও যে সকাতরে।
সবুজের বুকে মাথা তুলে আছে এক-টাওয়ার,
উঠে গিয়ে দেখো সবুজের পিঠ দূর হাওয়ার।
আছে ফুরফুরে সবুজ ঘাসের বন,
চলে আসো ভাই আমাদের চরফ্যাশন।