বুকের উপর দুই পায় চটে থাপ্পড় দিল আমার দু গালে
অথচ এতটা যত্ন নিতাম মনের উঠুনে যার অস্তিত্ব,
রাতের আঁধারে তারা ছিটকিনি দেখে মনে হয়
আমিও ছিটকে পড়েছি তোমার থেকে অধিকৃত।
অপদার্থের ঘুণপোকা যেন কেটেছে শিবির
মাটির ধুলোয় করছে মেঘের ছেঁড়া আছন্ন ধ্যান,
চিত্রসম্ভারে আমার হয়েছে বিরক্ত ফুল
শুভেচ্ছা ভুলে ভেটকিয়ে আছে বিদ্রুপে ঘ্যান ঘ্যান।
শিশির ভেজানো ঘাস দেখে আর যেন মনেহয়
গাছ কেঁদেছিলো রাতের আঁধারে কোন চুপচাপে,
ঘরের সামনে হলুদ ফুলের শুভেচ্ছা মিছে
চোখের উপর চমক লাগেনি মন উত্তাপে...
গতবছরের ফুলের গন্ধে ঘুম ভেঙ্গে যেতে ভোরে
আমাকে টানে না সরিষা ফুলের শুভেচ্ছা থেকে
আমাকে বলেনা বাহ্ সুন্দর মাঠ ভেটকায়! যেন বেহুদায়
কাম কাজ নাই অযথা মাঠের উপর হলুদ শাড়ির