শুধু অজুহাত ছিল তোমরাই
ইচ্ছা কেবল হারানোর নেশা,
ব্যক্তের কোনো মর্যাদা নেই
তুচ্ছ কেবল হৃদয়ের মেশা।
পিছিয়ে রয়েছি অযোগ্য রুটে
তার দোষ নেই আমারই দোষে,
স্থান হয় নাই জেনেছি হৃদয়!
আমাকে কেবল নেয় আফশোসে।
যদি চলে যাও বাধা দিব নাকো
কেমন আছি যে জানতে চেয়েও নাকো,
আমি না হয়তো মিথ্যে ছিলাম তাই
তোমার দিকেই তবে ভাঙে নাযে সাঁকো।
তুমি হয়তোবা উন্নত নেশা থেকে
বিরাট সিরাট মানুষ খুঁজেই বেড়াও,
আমি না হয়তো খুব সাধারণ বলে
তোমার থেকেই অনেক দূরেই সরাও।
- (শাকিলা উৎসর্গ)