কবে হারিয়ে গিয়েছে বসন্ত দুয়ার
কবে বসন্ত বাতাস ডুব দিয়ে গেছে,
এগারো খ্রিষ্টাব্দ অব্দি একটি দুপুরে
ছিনিয়ে নিয়েছে সুর বেদনা পেঁচিয়ে।
হারিয়ে যাওয়া সেই ফাইল ফুটেজ
আমাকে করেছে রুক্ষ এমন কাহিল,
পেঁচিয়ে ধরেছে দেহ হতাশায় ছবি
লাগেনি বসন্ত কাছে বসন্ত মিছিল।
মরুর বৃক্ষের মতো শুকিয়ে গিয়েছে
আমার সতেজ দেহ বাড়ন্ত যৌবন,
ছিনিয়ে নিয়েছে মন কৈশোর উদ্যোমী
দাঁড়িয়ে বসন্ত আর দেখিনি এমন।
বসন্ত দুয়ারে আছি চোখেও পড়েনা
একটা ফুলের গন্ধ জাগাতে পারে না,
আমার ঘুমন্ত মন বিরক্তের ঘরে
মনেহয় সব কিছু আমার জন্য না।