বসন্ত এসে গেছে দখিনার আজ কড়োজোরে,
শিমুল-পলাশ ফুটে গেছে গাছে গাছে সকাতরে।
বাতাসে উড়ছে রঙ,
নারীতে লেগেছে স্লান,
দখিনা বাতাস বেয়ে
কোকিলে গেয়েছে গান।

যখন নয়নে দিয়েছে প্রসার চারদিকে ঝলমলে,
হাসিতে ধরেছে জেগেছে কুসুম রঙ টলমলে।
হাত ছুঁয়ে ছুঁয়ে ধরি
সাগর জোয়ারে ভাসে,
বাতাসে বেজেছে সুর,
আম্র ভ্রমরে নাচে।

বকুলের বুকে ঝরেছে নতুন
ফাল্গুন-ডানে বামে,
আকাশের কাঁধে
হলো লাল-হাতা নামে।
বসন্ত এসে গেছে

রাখলের বাঁশি সুরে
পলাশ শিমুল কেশে,
কৃষ্ণচূড়ার বহু জেগে জেগে
বসন্ত এসে গেছে।